দাউদকান্দি প্রতিনিধি : গোমতীতে পানি নেই, শুকিয়ে জেগে উঠেছে বিশালকায় চর । মাইলের পর মাইল চর। পানির অভাবে নদী পরিণত হয়েছে মরুভূমিতে। নদীর দু’পাশের এলাকার প্রাকৃতিক পরিবেশ অনবরত রুক্ষ থেকে রুক্ষতর হয়ে উঠছে। শুকনো মৌসুম পুরোপুরি শুরু হতে না হতেই সৃষ্টি হয়েছে অসংখ্য চরের। পানি বলতে কিছুই নেই। দাউদকান্দির কাছে মেঘনা-গোমতী নদীর সংযোগস্থল শুকিয়ে গিয়ে বিশালকায় চর জেগে ওঠায় দাউদকান্দি ...
Read More »