মুরাদনগরে ইউপি সদস্যসহ ৪ জন করোনায় আক্রান্ত: ইউনিয়ন লকডাউন

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি সদস্যসহ তার পরিবারের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর মঙ্গলবার রাত থেকে রামচন্দ্রপুর উত্তর ইউপি এলাকা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে ওই এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতিপূর্বে ওই ইউপি সদস্য এলাকায় ঘুরে ঘুরে ত্রাণসামগ্রী বিতরণ করেছিলেন।

এলাকার বিপুলসংখ্যক মানুষ তার সংস্পর্শে এসেছেন, ফলে তার মাধ্যমে এলাকায় ব্যাপকভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ জানান, ইউপি সদস্য বিল্লালসহ তার পরিবারের চারজন করোনা পজিটিভ হওয়ায় ওই ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...