মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি সদস্যসহ তার পরিবারের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর মঙ্গলবার রাত থেকে রামচন্দ্রপুর উত্তর ইউপি এলাকা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে ওই এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতিপূর্বে ওই ইউপি সদস্য এলাকায় ঘুরে ঘুরে ত্রাণসামগ্রী বিতরণ করেছিলেন।
এলাকার বিপুলসংখ্যক মানুষ তার সংস্পর্শে এসেছেন, ফলে তার মাধ্যমে এলাকায় ব্যাপকভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ জানান, ইউপি সদস্য বিল্লালসহ তার পরিবারের চারজন করোনা পজিটিভ হওয়ায় ওই ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।