দেবিদ্বারে ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন এমপি রাজী ফখরুল

দেবিদ্বার প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, হতদরিদ্র, গরিব ও অসহায় ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রধান করেছেন কুমিল্লার দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরন উদ্বোধন করেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহিদা আক্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল প্রমুখ।
সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক গরীব-দুঃখী মানুষ রয়েছে যারা করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পয়েছেন। তাই আসন্ন রমজান মাসে যেন কোন গরিব ও কর্মহীন মানুষ না খেয়ে থাকতে হয় সেই জন্য উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও প্রশাসনের উদ্যোগে সকলের সহযোগিতায় ২০ হাজার পরিবারের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে চাল,ডাল ও আলু, তেলসহ ইফতার সামগ্রী।

তিনি আরও বলেন, আগামী ঈদুল ফিতরের আগে এইসকল কর্মহীন ও গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রীও বিতরণ করা হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...