দেবিদ্বারে সেচ্ছাসেবক লীগের পাল্টা পাল্টি সমাবেশ প্যান্ডেল ভাংচুর সড়ক অবরোধ ও প্রতিবাদ

দেবিদ্বার প্রতিনিধিঃ–
দেবিদ্বার উপজেলা সদরে সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দু’গ্রুপের পাল্টা পাল্টি র‌্যালী ও সমাবেশকে কেন্দ্র করে প্যান্ডেল ভাংচুর করার অভিযোগ পাওয়া যায়, প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে অপর গ্রুপ। শুক্রবার দুপুর ১২টায় উপজেলা সদরের নিউ মার্কেটে রহমানিয়া সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় আতংকীত হয়ে দোকান পাট বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা।
স্থানীয় জানা যায়, দেবিদ্বারে সেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সেচ্ছাসেবক লীগের দু’গ্রুপ পৃথক পৃথক আয়োজন করেছে। এক গ্রুপের নেতৃত্ব দেন মিজান, পারভেজ, কাইয়ুম এবং অপর গ্রুপের নেতৃত্বে হাজী শহিদুল্লাহ খাজা, আঃ মান্নান মোল্লা, লিটন সরকার, সাদ্দাম।
শুক্রবার সকালে মিজান, পারভেজ, কাইয়ুম’র নেতৃত্বাধীন গ্রুপ দেবিদ্বার নিউমার্কেট ‘রহমানিয়া সুপার মার্কেট’র সামনে মঞ্চ তৈরী করে দিবসটি উদযাপনের প্রস্তুতি নেয়। অপরদিকে হাজী মোঃ শহিদুল্লাহ খাজা, আঃ মান্নান মোল্লা, লিটন সরকার, সাদ্দাম গ্রুপের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে আয়োজন করেন।
সকাল পৌনে ১১টায় মিজান, পারভেজ, কাইয়ুম’র নেতৃত্বাধীন গ্রুপটি একটি বিশাল র‌্যালী নিয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কে থানা গেইট অভিমূখে রওয়ানা হয়। এ সময় র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উঃ জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উঃ জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল ভিপি, ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
অপরদিকে সকাল ১১টায় একই সড়কে হাজী মোঃ শহিদুল্লাহ খাজা, আঃ মান্নান মোল্লা, লিটন সরকার, সাদ্দাম গ্রুপের র‌্যালীটি থানা গেইট অভিমূখে রওয়ানা হলে ওই গ্রুপের অগ্রভাগে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ উপজেলা কমিটির সহ- সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঞা, জেলা যুবলীগ সদস্য আবুল খায়ের জিএস, আওয়ামী যুবলীগ উপজেলা সভাপতি হাজী আবুল কাসেম ওমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Debidwar (Comilla) Pic-27.07 (2)
এ সময় মিজান, কাইয়ুম’র নেতৃত্বাধীন গ্রুপের র‌্যালীটি ফিরে আসার সময় হাজী মোঃ শহিদুল্লাহ খাজা, আঃ মান্নান মোল্লার নেতৃত্বাধীন গ্রুপটি ‘স্কয়ার হাসপাতাল’র মুখমোখী হয়ে পড়ে। এসময় পুলিশ নিরাপত্তার স্বার্থে হাজী মোঃ শহিদুল্লাহ খাজা, আঃ মান্নান মোল্লা, নেতৃত্বাধীন গ্রুপটিকে ফেরত পাঠিয়ে দিয়ে মিজান, কাইয়ুম’র নেতৃত্বাধীন গ্রুপটিকে ‘স্কয়ার হাসপাতাল’র সামনে আটকে রাখে।
এ সুযোগে হাজী শহিদুল্লাহ খাজা, আঃ মান্নান মোল্লা নেতৃত্বাধীন গ্রুপটি এসে মিজান, কাইয়ুম’র নেতৃত্বাধীন নিউমার্কেট ‘রহমানিয়া সুপার মার্কেট’র সামনে তৈরী করা মঞ্চটি দখল করে ‘সেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠা বার্ষিকীর সভা শুরু করেন। উক্ত সভায় সেচ্ছাসেবক লীগ’র উপজেলা আহবায়ক হাজী শহিদুল্লাহ খাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগ কুমিল্লা উঃ জেলা সদস্য লিটন সরকার, হাজী তুহিন প্রমূখ। সভা শেষে যাওয়ার পথে হাজী শহিদুল্লাহ খাজা, আঃ মান্নান মোল্লার নেতৃত্বাধীন গ্রুপের কিছু সমর্থক মঞ্চের চেয়ার, টেবিল, মাইক, ফ্যান ভাংচুর ও মঞ্চের ব্যানারটি ছিড়ে নিয়ে যায়।
কিছুক্ষন পর মিজান, কাইয়ুম’র নেতৃত্বাধীন গ্রুপের র‌্যালিটি মঞ্চে এসে দেখে মঞ্চ প্রতিপক্ষ গুড়িয়ে দিয়েছে। মঞ্চের এ অবস্থা দেখে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কুমিল্লা-সিলেট মহা সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেবিদ্বার সদরের সকল দোকানপাঠ, মার্কেট বন্ধ হয়ে যায়। পরে দেবিদ্বার-ব্রাহ্মনপাড়া সার্কেল’র সিনিয়র এএসপি শেখ মোহাম্মদ সেলিম ও থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাসে অবরোধ তুলে নিয়ে ওই সভাস্থলে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় উপজেলা সেচ্ছাসেবক লীগ’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ’র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ খান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উঃ জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উঃ জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, কুমিল্লা উঃ জেলা আ’লীগের সদস্য ও ঢাকা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে একই সঞ্চে সংবাদ সম্মেলন করেন তারা, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সেচ্ছাসেবক লীগ’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান। উল্লেখিত নেতৃবৃন্দও ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, আমরা মূল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেচ্ছাসেবক লীগ’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মঞ্চ তৈরী করেছি, বর্নাঢ্য র‌্যালী বের করে মঞ্চে ফিরে আসার সময় পুলিশ আমাদের র‌্যালী আটকে দেয়। এসময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে বিএনপি-জামায়েতের আদলে তৈরী কথিত সেচ্ছাসেবক লীগ নাম ধারীরা মঞ্চ দখল করে সভা করে। সভা শেষে আমাদের মঞ্চ ভাংচুর করে গুড়িয়ে দেয়। মঞ্চের চেয়ার, টেবিল, মাইক, ফ্যান ভাংচুরই নয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসম্বলিত ব্যানার ফ্যাষ্টুনগুলো ছিড়ে পায়ে দলিত করে চরমভাবে অপমানিত করেছে। ওই ঘটনায় সংবাদ মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন এবং ঘটনা তদন্ত স্বাপেক্ষে সুষ্ঠ বিচার দাবী করছি।

কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও পরাষ্ট্র বিষয়ক মন্ত্রনায়’র সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, আমরা সেচ্ছাসেবক লীগ’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করি। আমাদের র‌্যালীটি অপর গ্রুপের র‌্যালীর কারনে এবং সংঘাত এড়াতে আমরা থানা গেইট এলাকায় না যেয়ে ফিরে আসি, আসার পথে নিউমার্কেট চত্তরে তাদের মঞ্চের মাইক দিয়েই আমরা দিবসটি নিয়ে আলোচনা সভাশেষে করে চলে আসি। আমি যতক্ষন ছিলাম, আমি এবং আমার নেতা-কর্মীরা যক্ষন বক্তব্য দিয়েছি স্থানীয় সাংবাদিরা সবকিছুই প্রত্যক্ষ করেছেন। আমি ফিরে আসার পর শোনেছি মঞ্চ ভাংচুর সহ নানা অভিযোগ আমার দিকে ইঙ্গিত করা হচ্ছে। ওরা এসে নিজেরাই নিজেদের চেয়ার টেবিল মহাসড়কে ছুড়েফেলে আতঙ্ক সৃষ্টি করে সড়ক অবরোধ করেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। সব কিছুই মনোনয়ন প্রত্যাশিদের গভীর ষড়যন্ত্র।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, এমপি সাহেব বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর কিছু ছোট ছোট ছেলে কয়েকটি চেয়ার ভাংচুর করে। পরে অপর পক্ষও একই মঞ্চে এসে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করেছে। কোন পক্ষথেকেই কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...