দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার কবলে খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর : ছাত্রদলকর্মী নিহত

দাউদকান্দি প্রতিনিধি :–

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর।

দুর্ঘটনায় রায়হান নামে এক পৌর ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন গাড়িবহরে থাকা আরও ১৫ জন।

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পৌর ছাত্রদল সভাপতি আল আমিনসহ ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

আহত অন্যরা গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি পৌর সদর থেকে ২৫টি মাইক্রোবাসের বহর নিয়ে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের ছেলের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের আমিরাবাদ ইউটার্নে ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে বহরের তিনটি মাইক্রোবাস ও দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকারের সঙ্গে চতুর্মুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রায়হান নামে পৌর ছাত্রদলকর্মী নিহত হন।

তবে গাড়িবহরে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের ব্যক্তিগত গাড়িটি অক্ষত আছে বলে জানান ওসি।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...