নিজস্ব প্রতিবেদকঃ–
আমাদের জনসংখ্যার অর্ধেক ভাগ নারী। নারীর উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীর ক্ষমতায়নে সকলকে এক যোগে কাজ করতে হবে। নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা না গেলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা কখনই সম্ভব নয়। তাই নারীকে অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাহলে দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমান সরকার নারীর উন্নয়নে তথা নারীর ক্ষমতায়নে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। সরকার এসএসই ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রী সারা দেশে নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ২০এপ্রিল এসএসই ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রী কুমিল্লা জেলা শাখার উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা দর্পণ এর অপরাজিতা সম্মেলন কক্ষে ‘বিউটিফিকেশন এন্ড বিউটি পার্লার ম্যানেজমেন্ট’ শীর্ষক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তাগন এ কথাগুলি বলেন। বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রী কুমিল্লা জেলা শাখার সভাপতি নাগমা মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আবুল হাসানাত বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হেসেন, বিডাব্লিসিসিআই এর প্রশিক্ষক ফারিহা কামাল, এবং সিটিভি নিউজ ২৪ ডটকম এর সম্পাদক ওমর ফারুকী তাপস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দর্পণ এর নির্বাহী পরিচালক মো: মাহবুব মোর্শেদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আফসানা আফরোজ জুঁই, জান্নাত ইসমত আরা, মরিয়ম আক্তার, তাসলিমা আশরাফ লিলি, নাসিমা আক্তার, শাহানা বেগম, রোজিনা আক্তার ও ইসরাত জাহান হিমি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্পণ ইয়ুথ অ্যাক্টিভিষ্ট গ্রুপের টিম লিডার তানজিনা রহমান । অনুষ্ঠানে সার্বিক সমন্বয় করেন দর্পণ এর সহকারী প্রকল্প পরিচালক রাখী খানম। সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার কাজী তাহমিনা আক্তার।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।