কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ–
কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, আয়রীন আক্তার ও কাজল বেগম এর নির্মিত নতুন ঘরের উদ্বোধন করা হয়েছে। ১৫ এপ্রিল বিকেলে এই নতুন ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়, কুমিল্লার উপ-পরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ জেড.এম. মিজানুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা গৃহায়ণ কমিটির সদস্য-সচিব, আদর্শ সদর মোহাম্মদ ছায়েফ উদ্দিন, সমাজসেবা অফিসার(রেজি:) হেলেনা নূর , প্রবেশন অফিসারমোঃ নুরুল আমিন, সাংবাদিক এন্ড অন্লাইন সংবাদ মাধ্যম, সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক এন্ড সিইও সোলতান মোহাম্মদ ইউছুফ। অনুষ্ঠানে অতিথিগণগ্রামীণ উন্নয়ন সংস্থার গৃহায়ন কর্মসূচীসহ সংস্থার সকল প্রকার আয়-বৃদ্ধিমূলক কাজের উপর সন্তেুাষ প্রকাশ করেন। সংস্থার নির্বাহী পরিচালক এন্ড সিইও বলেন, জিইউএস ০৩ জানুয়ারি, ২০১০খ্রি: হতে অদ্যাবধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের আর্থিক সহায়তায় কুমিল্লা সিটি কর্পোরেশনসহ ০৩ টি উপজেলার (আদর্শ সদর, বুড়িচং ও কুমিল্লা সদর দক্ষিণ) ১০ টি ইউনিয়নের ৬৪টি গ্রামে ৩৬২টি গৃহ নির্মাণ করেছে। এর মধ্যে আদর্শ সদর উপজেলায়: ২৬৩ টি, বুড়িচং উপজেলায়: ৯৩ টি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়: ০৬টি)। চলতি মাসের মধ্যে অত্র সংস্থা কর্মএলাকায় সুবিধাবঞ্ছিত আরও ০৩টি গৃহহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে। প্রতিটি গৃহের বর্তমান মূল্য ৭০, হাজার টাকা। গৃহ ঋণের সকল উপকারভোগীগণ এ ঘর তৈরীর পাশাপাশি মাথাপিছু ০১টি করে স্বাস্থ্যসম্মত পায়খানাও নির্মাণ করেন। ঋণের বার্ষিক সার্ভিস চার্জের হার ৫.৫০%, ঋণ আদায় ও পরিশোধের হার শতভাগ, ঋণের মেয়াদকাল ৫ বৎসর, ঋণ আদায়ের ধরণ সাপ্তাহিক এবং মোট আদায়যোগ্য কিস্তির সংখ্যা ২৩০টি।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...