আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আখাউড়া প্রতিনিধি :–

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাত আটটায় শহরের সড়ক বাজারস্থ আখাউড়া প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক দুলাল ঘোষ।

কমিটির সভাপতি হলেন মো: রফিকুল ইসলাম (ভোরের ডাক) ও সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম (যায়যায়দিন)। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ সভাপতি- শাহাদাত হোসেন লিটন (মানবজমিন),সহ সভাপতি কাজী মফিকুল ইসলাম (ভোরের কাগজ),যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি (ইত্তেফাক), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: শরীফুল ইসলাম (ফোকাস বাংলা),কার্যকরি সদস্য দুলাল ঘোষ (প্রথম আলো) ও নাসির উদ্দিন (সমকাল)।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...