দেবিদ্বার প্রতিনিধিঃ–
দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাজেবাখর গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোবারক হোসেন (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাজেবাখর গ্রামের আলফু ফকিরের বাড়িতে বাৎসরিক ওরস অনুষ্ঠানের লক্ষে বৈদ্যুতিক আলোক সজ্জা করা হয়। মঙ্গলবার দুপুরে ওই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে গুরুতর আহত হন আলফু ফকিরের নাতী মোবারক হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। সে আলফু ফকিরের বড় ছেলে মোকবল হোসেন এর দ্বিতীয় ছেলে।
