অবশেষে জয় পেল কুমিল্লা

স্টাফ রিপোর্টার :–

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ১৯তম ম্যাচে শনিবার চট্টগ্রামে রাজশাহী কিংসের বিপক্ষে এসে অবশেষে জয়ের মুখ দেখেছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়েছে কুমিল্লা। ৬ ম্যাচে এটি কুমিল্লার প্রথম জয়।

শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জয়লাভ করেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি প্রথমে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ১২০ রানে অলআউট হয় রাজশাহী।

কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছে ওপেনার নাজমুল হাসান শান্ত। এছাড়া ৩৪ রান এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে।

রাজশাহীর পক্ষে ২ টি উইকেট নিয়েছেন ড্যারেন স্যামি। আর একটি করে উইকেট নিয়েছেন মেহদি হাসান মিরাজ ও ফরহাদ রেজা।

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি।

Check Also

শেষ ষোলোতে চোখ ফ্রান্সের

  রাশিয়া বিশ্বকাপে গ্রুপ সি’র লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পেরুর মুখোমুখি হবে ফ্রান্স।ইয়েবাতেরিনবার্গের অ্যারেনায়া ...