কুমিল্লা প্রতিনিধি–
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ জামিল বাবু ইন্তেকাল করেছেন। শুক্রবার দুপুরে কিডনী জনিত সমস্যায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
ইউসুফ জামিল বাবু বাংলাদেশ ক্রীড়া সংগঠক সমিতির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ৩১ বছর ধরে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মরহুমের বড় ছেলে ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন জানান, দআজ (শনিবার) সকাল ৮টায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে, সকাল ৯টায় কুমিল্লা স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদনের জন্যে মরহুমের মরদেহ রাখা হবে। সকাল ১০টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা এবং বাদ জোহর মরহুমের নিজ গ্রাম জেলার দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাযা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।