সৌরভ মাহমুদ হারুন:–
শনিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর ফ্রেডরিক ফ্রোয়েবেল কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনীর সমাপনি পরীক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে বাৎসরিক মিলাদ মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মোঃ আব্দুর রাজ্জাক এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়েল প্রতিষ্ঠাতা, বুড়িচং উপজেলা সাবেক শিক্ষাকর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুস শুক্কুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল মালেক, আব্দুর রশীদ, আব্দুর ওহাব নুরী, মাওলানা মিজানুর রহমান, মোঃ রমজানুল হোসেন জুয়েল। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ ভূইয়া, আশা আক্তার ইভা, সাজেদা বেগম, সোনিয়া আক্তার, তাহমিনা সুলতানা, সোনিয়া বেগম, রাশেদা বেগম, দিনারা বেগম, রাজিয়া বেগম, কুলসুম আক্তার, হারুনুর রশীদ ও সাইফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।