ষ্টাফ রিপোর্টার :–
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্র বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বিকেল ৩টায় কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর কুমিল্লায় পর্যটন শিল্পের সম্ভাবনা শীষক এক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোল্লাপাথর সমাধীস্থলের তত্ত্বাবধায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ম্যানেজার পারভেজ আহমেদ চৌধুরী,প্রতœতত্ত্ব চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক মোঃ মিজানুর রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,ডাঃ গোলাম শাহজাহান, রোটারিয়ান পাপড়ী বসু,ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। অনুষ্ঠান উপস্থাপনা করেন কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্র বাস্তবায়ন পরিষদের আহবায়ক আজাদ সরকার লিটন।
যে সব শিক্ষা প্রতিষ্ঠান রচনা প্রতিযোগিতায় যারা অংশ নেয় সেগুলো হচ্ছে কুমিল্লা জিলা স্কুল,নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা হাই স্কুল,সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়,পুলিশ লাইন হাই স্কুল,স্মৃতি শিক্ষা কানন,আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসা,ইবনে তাইমিয়া হাই স্কুল,শৈল রানী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়,ইস্পাহানী হাই স্কুল। পরে বিজয়ী ১০ জন ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।
