আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অত্যান্ত আনন্দ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে । এই বর্ধিত সভায় সম্প্রতি গঠিত মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো: তাজুল ইসলামের আন্তরিকতায় ও প্রস্তাবনায় মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের একটি আহবায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ। মনোহরগঞ্জ উপজেলার যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিনের সভাপতিত্বে এই বর্ধিত সভার অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য এবং উপজেলা উন্নয়ন সমন্বয়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য এবং মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ। মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মোখতার হোসেন সুমনের প্রাণবস্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক কামাল হোসেন, সফিকুর রহমান সফিক, আবুল বাশার, শাহীন জিয়া, মাসুদ আলম, জানে আলম, উপজেলা যুবলীগের সদস্য মো: কামাল হোসেন, জীবন কানাই টুটুল, আমির হোসেন, আবু তাহের, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম সোহেল, নজরুল ইসলাম নজির, রায়হান ফারুক, ইমান হোসেন,ইসমাঈল হোসেন বাবুল, বেল্লাল হোসেন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, জাকির হোসেন রাজু সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ প্রতিটি ইউনিয়নে একটি করে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেন। উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জসিম উদ্দীন ও যুগ্ন-আহবায়ক মোখতার হোসেন সুমন মো: তাজুল ইসলাম এমপির হাতকে শক্তিশালী করার জন্য উপজেলা যুবলীগের নেতৃবন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দীনের নেতৃত্বে উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ মো: তাজুল ইসলাম এমপির বাবা-মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং কবর জিয়ারত করেন। তারপর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম শহীদুল্লাহ খান সবুজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং কবর জিয়ারত করেন।