বুড়িচংয়ের ময়নামতি রেজভিয়া দরবার শরীফের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধিঃ–
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শমেষপুর গ্রামে বুধবার রাতে ওয়াজ মাহফিলে মোল্লা নাজিম উদ্দিন নবীজি সম্পর্কে মিথ্যা বক্তব্য দেয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুমা ময়নামতি রেজভিয়া দরবার শরীফের উদ্যোগে ময়নামতি রানীর বাংলো এলাকায় প্রতিবাদ সভা ও কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন কুমিল্লা রেইসকোর্স সংলগ্ন মসজিদুল কোবার খতিব মাওলানা মোল্লা নাজিম উদ্দিন নবীজি সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিব্রত করছে। তিনি জামায়াতে ইসলামীর নেতা, অচিরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রসাশনের দৃষ্টি কামনা করেন বক্তারা। উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ তারেক হায়দারের সভাপতিত্বে ও ময়নামতি রেজভিয়া দরবার শরীফের সাধারণ সম্পাদক মোঃ আঃ মোমেন রেজভীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজভিয়া দরবার শরীফের খলিফা সুন্নীয়াতে গাজী আলহাজ্ব আল্লামা অহিদুর রহমান রেজভি। এসময় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রেজভিয়া দরবার কমিটির নেতা মোঃ আলম মিয়া রেজভি, হাজী মোঃ মুরাদ রেজভি, মাওলানা আনোয়ার হোসেন রেজভি, মাওলানা দেলোয়ার হোসেন রেজভি, মাওলানা মজিবুর রহমান রেজভি, মাওলানা আঃ ছাত্তার রেজভি, মাওলানা মামুনুর রশিদ রেজভি, ময়নামতি সুন্নিয়া ঈদগাহ কমিটির সেক্রেটারী মোঃ আবুল খায়ের রেজভি, মোঃ শামীম মেম্বার, বাবুল আহাম্মেদ রেজভি, মোঃ আজাদ হোসেন, ময়নামতি রেজভিয়া দরবার যুব কমিটির সভাপতি মোঃ সাহিদুল হক, যুব কমিটির উপদেষ্টা কামরুল হাছান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান সমুন, প্রচার সম্পাদক রাসেল আহাম্মেদ, সদস্য সাদ্দাম হোসেন, আনোয়ার হোসেন, সেলিম আহাম্মদ ও বিল্লাল হোসেন প্রমুখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...