শামসুজ্জামান ডলার :–
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ অলিপুর গ্রামের সিপাই বাড়ির ডোবা থেকে ১০-১২দিনের নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মতলব উত্তর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ সংবাদ পেয়ে দক্ষিণ অলিপুর গ্রামের শামসুল হক সিপাই’র বাড়ির পূর্ব দিকের ডোবা থেকে ভাসমান একটি কন্যা শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
শামসুল হক সিপাই জানান, সকালে বাচ্চারা ডোবাতে মাছ শিকারের জন্য বড়শি নিয়ে গেলে শিশু লাশটি দেখতে পায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ ছুটে আসে এক নজর দেখার জন্য।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম থানায় মুঠোফোনে লাশের খবর দিলে এসআই আবু হানিফ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সকালে শিশুর লাশ রয়েছে বলে এলাকা খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গ্রামের বিভিন্ন ভাবে খোজ নেয়া হয়েছে, এ বাচ্চাটি কার। কিন্তু কেউ স্বীকার করেনি।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাচ্চাটি ১০-১২দিনের, তবে লাশটি ৩দিন পূর্বের মনে হচ্ছে।