আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি :–
মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্থানীয় বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে হাসনাবাদ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ কেক কেটে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। হাসনাবাদ ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ ভূইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মোঃ ওমর ফারুক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও হাসনাবাদ ইউপি সদস্য ইউনুছ ব্যাপারী, হাসনাবাদ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক। হাসনাবাদ ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মানিকের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসনাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওবায়েদুর রহমান টিপু, ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মন্নান মনু, উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ও হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সদস্য জাকির হোসেন জয়সহ আরো অনেকে। হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন যুবদল নেতা মনির হোসেন, হারেছ আহমেদ, আব্দুল হান্নান, মিজান, রাশেদ, দেলোয়ার, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক শাহিন কবির সোহেল, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম বাবু, দপ্তর সম্পাদক হায়দার মাহমুদ সুমন, ছাত্রদল নেতা মিজান, সুমন, ফরহাদ, মুরাদ, তারেক, সোহাগ, মহিন, ফারুক, রাকিবসহ হাসনাবাদ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন খাদেম নুরুল হক খন্দকার।