ষ্টাফ রিপোর্টার :–
কুমিল্লায় দুই কিশোরের পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে কিশোর কামাল হোসেন। মারাত্বক আহত অবস্থায় কামালকে বৃহস্প্রতিবার কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে কুমিল্লা কোতয়ালী থানায় তিনজন আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল জানায় কিছুদিন আগে ইবনে তাইমিয়া স্কুলে লেখাপড়া করাকালীন সময়ে তোফাজ্জল,আসাদুজ্জামান নুর হাসান,ও দিদারের সাথে পরিচয় ও বন্ধুত্ব ছিল। তারই সূত্রধরে গতকাল ২৭ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা টাউনহল সংলগ্ন মার্কেট থেকে কামালকে ডেকে নিয়ে যায় বিবাদীরা। তারা তাকে জোর করে একটি অটোরিক্সায় করে কুমিল্লা নগরীর ছোটরা এলাকার একটি পরিত্যক্তবাড়ীতে নিয়ে আটকে রেখে মারধর চালায় এবং মোবাইল ফোনে তার পরিবারকে ২০ হাজার টাকা পাওনা আছে বলে জানায় এবং কামালকে ছাড়িয়ে নিতে হলে এই টাকা আনতে বলে অপহরণকারীরা। পরে কামালের বাবা আনোয়ার হোসেন তার ছেলের অপহরণের ঘটনাটি ছোটরা এলাকার এক ব্যাক্তিকে জানালে তার সহায়তায় কামালকে রাতে উদ্ধার করা হয়। কামালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।