মনোহরগঞ্জের আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি :—
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে বৃস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ছাত্র মোঃ আলী হোসেনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনাফ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালে আহম্মদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল আহম্মদ ভূইয়া ও আব্দুল হান্নানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে আব্দুল মজিদ ভূইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য মায়া বেগম, প্রতিমা রাণী, আয়েশা মেম্বার, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুস সাত্তার পেয়ারু, বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, পিটিএ কমিটির সদস্য শাহাদাত হোসেন চুন্নু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার ভৌমিক, মোঃ বিল্লাল হোসেন, তানিয়া পারভীন, মোঃ শহিদুল্লাহ, মোঃ ওমর ফারুক, বারীরা তাবাসসুম, অতিরিক্ত শিক্ষক আক্তার হোসেন, মাইন উদ্দিনসহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন পরীক্ষার্থী মিতু আক্তার ও মোঃ আরিফ হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শুভ চন্দ্র সূত্রধর। বক্তরা তাদের বক্তব্যে আসন্ন জেএসসি পরীক্ষায় আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন। উল্লেখ্য মনোহরগঞ্জ উপজেলার ১০২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আশিয়াদারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীতকরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ২০১৫ সালে ১ম বারের মত আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৪ জন পরীক্ষার্থী আসন্ন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...