আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে বিপুলাসার আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো: তাজুল ইসলাম এমপি বলেছেন, মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন দুই/একজন মাদক সেবী ও ব্যবসায়ির কাছে পুরো সমাজ জাতি জিম্মি হয়ে থাকতে পারে না। আগের সময়ের থেকে লাকসাম মনোহরগঞ্জে মাদক, ইভটিজিংসহ সকল অপরাধ প্রবণতা কমে গেছে। এরপরও আমি পুলিশ প্রশাসন কর্মকর্তাদের সাথে একত্মতা পোষণ করে বলছি মাদকের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স। যেকোন মূল্যে লাকসাম-মনোহরগঞ্জকে মাদক সহ সকল অপরাধ প্রবণতা নির্মূল করা হবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী বিপুল চন্দ্র ভট্ট। সৌদি রিয়াদস্থ আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইমতিয়াজ মাহবুব। বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিপুলাসার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মাহফুজুল হক মজুমদারের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন নীলকান্ত ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু জামাল খান, বিপুলাসার আহম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ মজুমদার, বিপুলাসার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাইদুর রহমান দুলাল, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক রেজাউল হক পেয়ারু, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মনিরুজ্জামান ভূইয়া, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী এম এস আলম, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল হক রেজু, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিপুলাসার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আবুল কাশেম কন্ট্রাক্টর, লাকসাম উপজেলা যুবলীগ সাবেক সভাপতি এড. রফিকুল ইসলাম হিরা, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মারফত উল্লাহ, বিপুলাসার ইউপি সাবেক চেয়ারম্যান শরীফ হোসেন, বিপুলাসার ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামাল, লাকসাম থানা অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী,মনোহরগঞ্জ থানা তদন্ত (ওসি) সাদেকুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ মো: রুহুল আমিনের ভাগিনা ও আবহা, মাহাইল, সৌদি আরব শাখা যুবলীগ সহ-সভাপতি, বিপুলাসার ইউনিয়ন যুবলীগের সদস্য এবং বিপুলাসার ক্যাডেট স্কুলের উদ্যোক্তা পরিচালনা কমিটির সদস্য মো. মোরশেদ আলম, উপজেলা যুবলীগ আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মীর মোশারফ হোসেন বাবুল, লাকসাম উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক দলিলুর রহমান মানিক, তাজুল ইসলাম এমপির ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম রতন, নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবদুর রহিম, মনোহরগঞ্জ থানার এস আই আল আমীন, এস আই মোজাম্মেল হোসেন,এ এস আই অমর চন্দ্র দাস, এ এস আই আবদুল আউয়াল, এ এস আই আনোয়ার হোসেন, মনোহরগঞ্জ থানা কম্পিউটার অপারেটর শাখওয়াত হোসেন, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার, শাহিন জিয়া, জানে-আলম, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি নাছির হোসাইন স্বপন, আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, আবদুল জলিল অনু, উপজেলা ছাত্রলীগের উপদপ্তর বিষয়ক সম্পাদক আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা কামাল হোসেন, , বিপুলাসার ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক বরকত উল্যা টুটুল, য্গ্মু আহ্বায়ক নুরুল আলম হিরন, শাহাদাত হোসেন, বিপুলাসার ইউনিয়ন যুবলীগ সদস্য সচিব হারুনুর রশিদ, বিপুলাসার ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি নাজমুল হুদা সুমন, বিপুলাসার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম সুমন, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আবু নওশাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপুলাসার ইউনিয়নের ছাত্রলীগের সদস্য সচিব আবদুল আহাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিপুলাসার ইউনিয়ন ছাত্রলীগ নেতা বেল্লাল, নাছির উদ্দিন আল হিরা, বিল্পব, ইমন, রায়হান, জাহিদ, জুয়েল, আলামীন, সবুজ, মাছুম সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
