তিতাসে ভ্রাম্যমান আদালতে ৪ জনকে কারাদণ্ড ॥ ৫ হাজার টাকা জরিমানা

নাজমুল করিম ফারুক :–
তিতাসে থানা পুলিশ বুধবার রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে জুুয়া খেলা থেকে ৪ জনকে আটক করে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মকিমা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার গাজীপুর গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ রুবেল (২৫), কামাল খানের ছেলে মোঃ ইকবাল (৩১), খুরশিদ সরকারের ছেলে রুবেল হোসেন (২০) ও বিধু চন্দ্র দাসের ছেলে বলরায় দাস (২৫)।
অপরদিকে, গতকাল ৩টায় উপজেলার গাজীপুর বাস স্টেশনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেজাল খাদ্য প্রদর্শন করায় হোটেল মালিক মোঃ আলাউদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...