নাজমুল করিম ফারুক :—
বৃহত্তম দাউদকান্দির কৃতিসন্তান, বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও সমাজ সেবক বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচচ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বেলায়েত হোসেন সরকারের সহধর্মিনী ও একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের মাতা নাজমা বেগমের জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। মোসাঃ নাজমা বেগম বুধবার বিকাল ৬টায় ঢাকাস্থ ধানমন্ডির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ২টায় বাতাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ (দেবিদ্ধার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি কমিশনার আনিছুর রহমান, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহম্মদ আলী সুমন, হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূঁইয়া, তিতাস উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন সরকার, হোমনা উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোসলেম মিয়া, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মুন্সি মজিবুর রহমান, কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, জগতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, সাতানী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, উপজেলা স্বেচছাসেবকলীগের আহ্বায়ক মোঃ নূর নবী, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মেহেদী হাসান সেলিম প্রমূখ।
