বুড়িচংয়ে কাভার্ডভ্যান চাপায় এক বৃদ্ধ নিহত

মো.জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ভারেল্লার ইউনিয়নের দেবপুর এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় রাস্তা পারাপারের সময় সিলেটগামী দ্রুতগতীর একটি কাভার্ডভ্যান আবদুর রহমান (৮৫) নামে এক বৃদ্ধকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে ময়নামতি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। দূর্ঘটনার পরপর স্থানীয়রা ধাওয়া করে কাভার্ডভ্যানটিকে আটক করে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটিকে থানায় নিয়ে আসে। নিহতের বাড়ী একই উপজেলার ভারেল্লা ইউনিয়নের শরীফপুর গ্রামে। নিহতের পিতার নাম মৃত আবদুল আজিজ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...