নাসিরনগরে এক স্কুল শিক্ষককে মারধর করে স্বর্ণালস্কার ছিনতাই

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :–
নাসিরনগরে সৈকত দত্ত নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে জনসমক্ষে পিটিয়ে জখম করে স্বর্ণালস্কার ছিনিয়ে নিয়ে যায় দূবৃর্ত্ত্বরা। শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ফুলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষক গোর্কণ ইউনিয়নের নুরপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এ ব্যাপারে থানায় এজাহার দেয়া হয়েছে। জানা যায় ঘটনার দিন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষক সৈকত দত্ত(৩০) কয়েকজনের সঙ্গে ফুলপুর মোড় বাজারে লবু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন। হঠ্যাৎ জালাল মিয়া ও দুলাল মিয়াসহ ৫/৬ জন সেখানে হাজির হয়। এরপর অতর্কিতভাবে হামলা চালিয়ে শ্বাসরোধ করে কিল-ঘুষি ও রড দিয়ে আঘাত করে নগদ ৫ হাজার টাকা,এক ভরি ওজনের একটি স্বর্ণের বেসলেট ও মূল্যবান পাথরের ২টি আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শিক্ষক সৈকত দত্ত পল্লব বাদি হয়ে নাসিরনগর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এস আই মহিউদ্দিন সুমন ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...