বুড়িচং পূজা উদযাপন পরিষদের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন :–
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বুড়িচং উপজেলা সদরের শ্রী শ্রী দক্ষিনা কালীবাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা নির্মল পাল। বুড়িচং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ স্বপন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী বিষ্ণু কুমার ভট্টাচার্য। শ্রী মধু সুধন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য উত্তম কুমার সরকার, জেলা মন্দির রক্ষা বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র দেন, বুড়িচং উপজেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্ঠা মাষ্টার নেপাল চন্দ্র রায়, ডাঃ চিত্ত রঞ্জন সূত্রধর, ডাঃ দীনবন্ধু রায়, নয়নমনি সূত্রধর, শ্যাল ভৌমিক প্রমূখ। সম্মেলন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা তপন বকসী আগামী ২ বছরের জন্য বুড়িচং উপজেলা পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন। নব নির্বাচিত কমিটির সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য, সেক্রেটারী মধু সুধন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অমেলন্দ ভৌমিককে নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...