মনোহরগঞ্জে সুজন কর্তৃক পেইভ এর উদ্যোগে আন্তর্জাতিক অহিংস দিবস পালন

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
“সংঘাত নয়-ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার কুমিল্লার মনোহরগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ লি: এর সহযোগিতায় ও পিস প্রেসার গ্রুপের উদ্যোগে সুশাসনের জন্য সুনাগরিক (সুজন) কর্তৃক আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়। পেইভ এর সমন্বয়ক বাবু সুধীর চন্দ্র মল্ল বর্মন এর সভাপতিত্বে উপজেলার সড়কের স্কুল এন্ড কলেজের সামনে মানব বন্ধন ও এক র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে সংঘতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মানববন্ধন ও র‌্যালীতে যোগ দেন। দিবসটির তাৎপর্য নিয়ে ও মনোহরগঞ্জ শান্তি শৃংঙ্খলা রক্ষায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে তাজুল ইসলাম চৌধুরী, বিএনপির পক্ষে আবুল কালাম, সুধিজন ও শিক্ষক সমাজের পক্ষে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, পিস এম্বাসেডর মোখতার হোসেন সুমন, শহীদ উদ্দিন আহম্মদ চৌধুরী ও নারী নেত্রী আফরোজা কুসুম। জিএম আহসান উল্লাহ সোহাগ ও সজিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মজনু, উপজেলা যুবলীগ নির্বাহী সদস্য শাহীন জিয়া, শফিকুর রহমান, রুহুল আমিন, মনোহরগঞ্জ কলেজ প্রভাষক মোস্তফা কামাল, শাফায়েত উল্লাহ মজুমদার, মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিক হাসান, পেইভ এর সদস্য ইমরান হোসেন সোহাগ, কামরুজ্জামান, মোঃ আবদুল বাকী মিলন, আকবর হোসেন, সাকিল আহম্মেদ, নার্গিস আক্তার, বুলবুল বেগম, হোসনে আরা বেগম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন ইকবাল, মো: তাজুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মো: শ্যামল শাহরিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীবৃন্দ। উল্লেখ্য ২০০৭ সালের ১৫ জুন জাতীসংঘের সাধারণ অধিবেশনে ২রা অক্টোবরকে আর্ন্তজাতিক অহিংস দিব হিসাবে ঘোষিত হয় তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদ্যাপিত হয়ে আসছে। মনোহরগঞ্জে এই প্রথম দিবসটি উদ্যাপিত হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...