স্টাফ রিপোর্টার :–
নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লার লাকসামে নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১২তম মৃত্যু বার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। আগামী ২৩ শে সেপ্টেম্বর মৃত্যু বার্ষিকীর দিবসটি হলেও পবিত্র ঈদুল আজহার কারণে এ বছর মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানটি শুক্রবার ১৮ সেপ্টেম্বর শুক্রবার পালন করা হয়।
শুক্রবার সকালে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এই মহীয়সী নারীর কবর জিয়ারত দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সদস্যরা। পরে নবাব ফয়জুন্নেছা হাউসে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সহ সভাপতি সাকিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নবাব পরিবারের সদস্য সৈয়দ মোঃ রাশেদুল হক ও রেহেনা হক,নবাব বাড়ী মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম,মোঃ আমীর হোসেন,সদস্য আনোয়ার হোসেন,মোঃ তাজুল ইসলাম,ছাত্রনেতা মাইনুদ্দিন সাকিব। অনুষ্ঠান উপস্থাপনা করেন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ও সিটিভি নিউজ২৪এর সম্পাদক ওমর ফারুকী তাপস সহ অন্যান্যরা। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
