মনোহরগঞ্জে ওসি হিসেবে যোগদান করেছেন বিপুল

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:—
কুমিল্লার মনোহরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিপুল চন্দ্র ভট্টাচার্য যোগদান করেছেন । তিনি কুমিল্লার মুরাদনগর থানা থেকে বদলী হয়ে মনোহরগঞ্জ থানায় সোমবার যোগদান করেন। জানা যায়, সেখানে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ওসি বিপুল নোয়াখালীর সুধারাম থানার উত্তর মাস্টার পাড়ার মৃত সূর্য্য কুমার ভট্টাচার্যের ছেলে। পারিবারিক জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। তার যোগদান উপলক্ষে গত মঙ্গলবার উপজেলার নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল হক ভূঁইয়া পেয়ারু, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরন, এস.আই শেখ আবুল ফারুক, প্রভাষক গোলাম কিবরিয়া সুমন, নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আবু সায়েদ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার, শাহিন জিয়া, জানে আলম, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ মোঃ জসিম উদ্দিন, বিপুলাসার ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল আলম হিরন, টুটুল, শাহাদাত হোসেন, সোহেল, স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মুরশিদুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক জি.এম আহসান উল্যাহ্। অনুষ্ঠানে নতুন ওসি বিপুল চন্দ্র ভট্টাচার্য বলেন, আপনাদের সহযোগিতা থাকলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং-সহ সকল অপরাধ কর্মকান্ড বন্ধ করে আদর্শ উপজেলা উপহার দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠানে বক্তারা আশা করেন, ওসি বিপুল চন্দ্র ভট্টাচার্যের যোগদানের ফলে মনোহরগঞ্জের আইন-শৃঙ্খলার আরো উন্নতি ঘটবে। এদিকে গত রবিবার উপজেলার নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ওসি চন্দন কুমার চক্রবর্তীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আবদুর রহিম, এএসআই মোঃ মহিন উদ্দিন, মোঃ সবুজ মিয়া, কনস্টেবল কামরুজ্জামান, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, শাহাদাত, জহির, ইসহাক মিয়াসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িবৃন্দ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...