মনোহরগঞ্জে উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:—
শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি এ স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অত্যান্ত আনন্দঘন পরিবেশে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন ফয়সালের কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ অন্যান্য ইউনিয়নের ন্যায় ছাত্রলীগের সকল নেতৃবৃন্দের সম্মতিক্রমে উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবদুল হালিম অভির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান এমএ হান্নান হিরণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আলী আক্কাছ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএইচ নোমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য আবুল বাশার, শাহীন জিয়া, জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামছুল আলম মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু নওশাদ, সোহেল, মুকুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, লোকমান হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল অনু, রইচ উদ্দিন নোমান, উপজেলা ছাত্রলীগের উপদপ্তর বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন ইকবাল, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সদস্য হান্নান, রুবেল, রফিক, রাশেদ, মঞ্জুর, জাহিদুল ইসলাম মুন্না। উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরেফীন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল হালিম অভি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ সোহাগ, মোঃ শিমুল, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারী, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান শিশির, ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আলমগীর পারভেজ, ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান তুহিন, মহিন উদ্দিন তারেক, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাছান জুয়েল, সাধারণ সম্পাদক রাশেদ, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ নাছির উদ্দিন, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মেহরাব হোসেন অপু, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আবদুল হান্নান মিলন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মোহন, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সোহেল হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলা ইউনিয়ন ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ওমর ফারুক। অনুষ্ঠানে উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল হালিম অভির কমিটি ভেঙ্গে দিয়ে উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরেফীন রুবেলকে নতুন কমিটির আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...