নাঙ্গলকোটে সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক: থানায় জিডি

 

নাঙ্গলকোট প্রতিনিধি:–
কুমিল্লার নাঙ্গলকোটে মঙ্গলবার রাতে দৈনিক সকালের খবরের সংবাদদাতা, নাঙ্গলকোট রিপোর্টাস ক্লাবের সভাপতি, লেখক ফোরামের সাধারণ সম্পাদক, তরুন কবি ও সাংবাদিক মো. আলা উদ্দিনের (Poet Md Alauddin)ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
সাংবাদিক মো. আলা উদ্দিন জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে হ্যাকার গ্র“প তার ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি হাতিয়ে নিয়ে টাইমলাইনে একটি মোবাইল নাম্বার (০১৯৬৭৭৩৮৯৫২) পোস্ট করে ওই নাম্বারে যোগাযোগ করতে বলে। ওই নাম্বারে যোগাযোগ করলে হ্যাকার গ্র“প তার কাছে ৫ হাজার টাকা দাবি করে। টাকা দিলে ফেসবুক আইডি ফেরত দিবে বলেও জানায়। তাই তিনি এ ব্যাপারে গতকাল বুধবার নাঙ্গলকোট থানায় একটি সাধারন ডায়েরী অন্তর্ভূক্ত করেছেন। জিডি নং- ৪৮০।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক মো. আশ্রাফুল ইসলাম জানান, ওই সাংবাদিক থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। আমরা নাম্বারটিতে যোগাযোগ করার চেষ্টা করছি।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...