কুমিল্লায় আত্ত্বাইয়্যেবা ইসলামী সেন্টার এর শুভ উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি :–
কুরআন, সহীহ সুন্নাহ ভিত্তিক ‘আত্ত্বাইয়্যেবা ইসলামী সেন্টার’ নামে একটি দ্বীনি সেবামূলক প্রতিষ্ঠান ১৬৮ কোতয়ালী মডেল থানা রোড, রাজগঞ্জ, কুমিল্লায় শুভ উদ্বোধন করা হয়।
এ্যাড. নুরুল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক আজিম বক্স ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিছ টিভি বাংলা, এনটিভি’র ধমীয় আলোচক ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী, ফেণীর দারুল কুরআন ওয়া সুন্নাহ কাসিমুল উলুম মাদ্রাসা মুফতি মোহাম্মদ আলী, ঢাকার ক্যান্টনমেন্ট ভাষানটেক বাজার জামে মসজিদ এর খতিব শায়েখ সিফাত হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন নাছির উদ্দিন বিন ফয়েজ। পরে আত্ত্বাইয়্যেবা ইসলামী সেন্টারের জামাল হোসেন আলীকে সভাপতি, নাসির বিন ফয়েজকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ‘আত্ত্বাইয়্যেবা ইসলামী সেন্টারে কুর’আন, সহীহ সুন্নাহ’র সকল কিতাব পাওয়া যাবে বলে নাসির উদ্দিন বিন ফয়েজ জানান।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...