মো. আলাউদ্দিন :–
২০৪০ সালের পর শহর আর গ্রামের মধ্যে কোন পার্থক্য থাকবেনা। ওই সময় আমাদের এই বাংলাদেশ অর্থনীতিতে মালেশিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে। জনসংখ্যা বেশি হলে দেশের উন্নতিও বেশি হয়। সবাইকে পরিশ্রমী হতে হবে। দেশ গড়ার লক্ষ্যে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে কাজ করতে হবে। কোন ধরণের হানাহানি করা যাবে না। গতকাল রবিবার কুমিল্লার নাঙ্গলকোট পৌর বাজারের হাজী নুরুল আমিন জসিম প্লাজায় ব্যাংক এশিয়ার ১০১তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ও পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এসব কথা বলেন। ব্যাংক এশিয়ার নাঙ্গলকোট শাখার ব্যবস্থাপক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্যাংকের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান রুমি এ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমরান কবির, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, আ’লীগের সাবেক সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, অধ্যক্ষ আবু ইউছূফ, পৌর মেয়র একেএম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ব্যাংক ভবনের মালিক আলহাজ্ব নুরুল আমিন জসিমসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।