রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান কুমিল্লা কর অফিস

 

সৌরভ মাহমুদ হারুন :–
রোববার রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব কুমিল্লা কর অঞ্চলের কুমিল্লা অফিস পরিদর্শন করেন। কর অফিস পরিদর্শনে আসলে রেলমন্ত্রী মুজিবুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিননন্দন জানান কর কমিশনার কুমিল্লা মো: রেজাউল করিম চৌধুরী। পরিদর্শনের সময় রেলমন্ত্রী কর কমিশনার এ অঞ্চলের কর বাজেট আদায় ও রাজস্ব সম্পর্কিত অন্যান্য বিষয় অভিহিতকে অবহিত করান। রেলমন্ত্রী অত্র কর অঞ্চলের অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নেন। রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন কুমিল্লার কর অঞ্চলের কর কমিশনার মো: রেজাউল করিম চৌধুরীর, পরিদর্শী যুগ্ম-কর কমিশনার মো: খালেদ হোসেন, মো: আখেরী জামান, সহকারী কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) মো: আরিফুল আলম, সদর দপ্তর (প্রায়োগিক), মোঃ আনোয়ারুল ইসলাম, উপ কর কমিশনার, সার্কেল-১ (কোম্পানীজ), জাকিয়া জাফরিন, সহকারী কর কমিশনার সার্কেল-১৫(দাউদকান্দি), মোঃ সাজ্জাদুল ইসলাম মীর, সহকারী কর কমিশনার সার্কেল-৬ (চৌদ্দগ্রাম), কর অঞ্চল-কুমিল্লার কর পরিদর্শক ও কর্মচারীবৃন্দ এবং কুমিল্লা কর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...