নাজমুল করিম ফারুক :—
কুমিল্লার তিতাসে মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের নবীনবরণ অনুষ্ঠান গত শনিবার কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের গভনিং বডির সভাপতি মোঃ আব্দুর রশিদ সরকার দানুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের এমপি ও ধর্মমন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সদস্য মোঃ আমির হোসেন ভূঁইয়া। উক্ত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন রানা, তিতাস উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আলেক উল্লাহ্, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহর লাল বর্ণিক, বিশিষ্ট সমাজসেবক মোঃ সামছুল হক, বাতাগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম, হোমনা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, তিতাস উপজেলা যুবসংহতির সভাপতি শেখ ফরিদ, কুমিল্লা (উত্তর) জেলা জাতীয় ছাত্রসমাজের নেতা রবিউল আউয়াল প্রমূখ।
