মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম :–
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্যে রবিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাসী মীরশান্নি গরুবাজারের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নির্বাহী মেজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, জেলা প্রশাষকের নির্দেশে মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, চৌদ্দগ্রাম থানার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।
এ সময় মীরশান্নি গরু বাজারের পাশে গড়ে উঠা বিভিন্ন দোকান পাট, হাসিল ঘর এবং গরু বাধার দাফড় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
