তিতাসে ভ্রাম্যমান আদালতে জরিমানা

তিতাস প্রতিনিধি :–
কুমিল্লার তিতাসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে উক্ত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও নির্বাহী অফিসার মকিমা বেগম জানান, উপজেলার বাতাকান্দি বাজারে মেসার্স সাজ্জাদ ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ভোক্তা আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, ভেজালের বিরোদ্ধে উক্ত অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে তিতাসের প্রতিটি বাজারে এ অভিযান চালানো হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...