বারেরা মহিলা দাখিল মাদ্সার অভিভাবক কমিটির নির্বাচনে ৫টি পদে ১৩জন প্রার্থী

মোঃ জামাল উদ্দিন দুলাল :–
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বারেরা মহিলা দাখিল মাদ্সার অভিভাবক কমিটির নির্বাচনে তপশিল ঘোষনার পর থেকে শেষ দিন রোববার সকাল থেকে বিকেল ৪টা পযর্ন্ত ৫টি পদে মোট ১৩জন প্রার্থী মনোনয় ফরম জমা দেওয়া হয়েছে।
বারেরা মহিলা দাখিল মাদ্সার সুপার মাওলানা মোঃ আমির হোসাইন জানান, এই সর্ব প্রথম অভিভাবক কমিটির নির্বাচনী তফশিল ঘোষনার পর শেষ দিন রোববার বিকেল ৪টা পযর্ন্ত ২৮৬টি ভোটের অধীনে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন ফরম শার্ন্তি পূর্ণ ভাবে জমা পড়েছে। যারা অভিভাবক পদে প্রার্থী হলেন, দাতা সদস্য পদে মোঃ আবু তাহের মজুমদার, শিক্ষক প্রতিনিধি সদস্য (দাখিল শাখা) মোঃ মোসফিজুর রহমান, শিক্ষিকা প্রতিনিধি মহিলা সংরক্ষিত সদস্য মোসাঃ শিরিনা আক্তার, এবতেদায়ী শাখা মোঃ মোস্তফা কামাল (দাখিল শাখা) , এবতেদায়ী শাখার অভিভাবক সদস্য মোঃ শাহজাহান সরকার, দাখিল শাখার অভিভাবক সদস্য মোঃ আবদুল খালেক মাস্টার, মোঃ আবদুর রশিদ , মোঃ বাহার মিয়া , মোঃ আবদুল আলীম সরকার , মোঃ জহিরুল ইসলাম মোল্লা, মোঃ আবুল কালাম আজাদ, মহিলা সংরক্ষিত অভিভাবক সদস্য রুনা আকন্দ, আলেহা বেগম প্রমূখ। এদিকে প্রার্থীতা বাছাই করা হবে ১৫/৯/২০১৫ইং , প্রার্থীতা প্রত্যহারে করা ১৭/০৯/২০১৫ইং, এবং নির্বাচন হবে ০৩/১০/২০১৫ইং তারিখে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...