শিশুদের মৌসুমী প্রতিযোগিতায় মনোহরগঞ্জের আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:—
বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত শিশুদের মৌসুমি প্রতিযোগিতা-২০১৫খ্রি: উপজেলা পর্যায়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাফল্য অর্জন করেছে। শনিবার মনোহরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত জ্ঞান জিজ্ঞাসা ও উপস্থিত বিতর্ক প্রতিযোগীতায় অন্যান্য বিদ্যালয়ের সাথে আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে প্রথম এবং বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে । পরে মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কাজী মফিজ উদ্দিন আহম্মেদ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। যারা এ সাফল্য অর্জন করেছে তারা হলো বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো: আরিফ হোসেন, মো: ইয়াছিন আরাফাত, মো: আলী হোসেন ও মো: শরীফ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালে আহম্মদ জানান, গত বছর আমাদের বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে উপস্থিত বির্তক প্রতিযোগিতায় প্রথম স্থান এবং জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান আধিকার করেছে। পরে জেলা পর্যায়ে উপস্থিত বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। আমি আশাকরি এবছরও আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করবে। আমি তাদের সার্বিক মঙ্গল কামনা করছি। উপজেলা পর্যায়ে আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম সাফল্য অর্জন করার তাদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান ভূঁইয়া ও কুমিল¬া ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজী বিভাগের মেধাবী ছাত্র সাংবাদিক মো: আকবর হোসেনসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এধরনের সাফল্যে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও সকল ছাত্র-ছাত্রীরা আনন্দিত। তারা আশাবাদী ভবিষৎতে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...