দেবিদ্বারে বিদ্যুৎ পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

 

দেবিদ্বার প্রতিনিধিঃ—
বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ পূর্ব পাড়ায় বিদ্যুৎ পৃষ্টে মোঃ সাইদুল ইসলাম (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ (পূর্ব পাড়া) গ্রামের প্রবাসী আবুল হোসেন’র ছেলে মোঃ সাইদুল ইসলাম ঘরের বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ পৃষ্টে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজের একাদশ শ্রেনীর ব্যাবসায় শিক্ষা বিভাগের ছাত্র। ওই ছাত্রের মৃত্যুর খবর দুপুরে এলাকায় ও কলেজে পৌছে শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...