বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান ভষ্মিভূত॥ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মো.জাকির হোসেন :–
বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের একটি মার্কেট ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি দোকান ভষ্মিভুত হয়ে নগদ টকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলীর ছেলে মোঃ শাহ আলমসহ মার্কেটের অন্যন্যারা ব্যবসায়ীরা বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে আসে। রাত ১ টায় মার্কেটে প্রথমে আগুনের সুত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে হুমায়ূন কবিরের কাচা মালের দোকান, আজাদ মিয়ার ইলেক্ট্রনিক্স দোকান, রবিউলের মুদি দোকান, শাহ আলমের ঔষুধ ও ভেরাইটিস মালের দোকান, জসিমের বুট-মুড়ি দোকানসহ ৬টি দোকানের ফ্রিজ, টিভি, ঔষুধ, আসবাবপত্র নগদ ৭০ হাজার টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয় লোকজনদের প্রচেষ্ঠার অগুন নিয়ন্ত্রনে আনে। মার্কেটের মালিক শাহ আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা মার্কেটে অগ্নিসংযোগ করেছে। এতে নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...