চৌদ্দগ্রাম প্রতিনিধি :—
চৌদ্দগ্রামে বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটে চট্রগ্রামগামী গ্রীন লাইন ভলবো (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৫) পরিবহনের একটি গাড়ির ধাক্কায় মোঃ ওলী উল্লাহ (৪৩) নামের এক শ্রমিক নেতা নিহত হয়েছে। নিহত ওলী উল্লাহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের হাফেজ আবু তাহেরের ছেলে এবং মহাসড়কের নোয়াবাজার সংলগ্ন ষ্টীল মিলের শ্রমিক। জানা যায়, বৃহস্পতিবার ষ্টীল মিলের কর্মস্থলে আসার সময় রাস্তা পারাপারের এক পর্যায়ে দ্রুতগামী ভলবো গাড়িটির ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়।
নোয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ নাজিম উদ্দিন জানান, ভলবো গাড়িটিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধিন আছে।