বর্তমান সরকার তথ্য প্রযুক্তির সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিয়েছে—–উপজেলা চেয়ারম্যান

শামসুজ্জামান ডলার :–
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর আহমদ মঞ্জু বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সে জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো বেশী আন্তরিক হতে হবে। বর্তমান সরকার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি মানুষের হাতের নাগালে পৌছে দিয়েছেন। এই সেবা কেন্দ্রের মাধ্যমে গ্রামের সাধারন মানুষরা ওখান থেকেই বিভিন্ন সেবা পাচ্ছেন। স্কুল ও কলেজ পর্যায়ে তথ্য প্রযুক্তির বিষয় রয়েছে, সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার-ল্যাপটপ দিয়েছে যেগুলো হাতে-কলমে ব্যবহারের মাধ্যমে এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পাড়ছে। শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্যই এই ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের আয়োজন।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু।
উপজেলা স্কাউটস সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এনামুল হক, কলাকান্দা ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।
মেলায় জনসেবামূলক ডিজিটাল কার্যক্রম, ই-টেন্ডারিং, স্বাস্থ্যসেবা, ইন্টারনেট সেবা, আউটসোর্সিং, এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সমূহের প্রদত্ত সেবাসমুহ প্রদর্শন করা হয়। এতে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২২টি স্টল অংশ নিয়েছে।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...