কুমিল্লায় গণপিটুনীতে ডাকাত নিহত

 

বারী উদ্দিন আহমেদ বাবর :–
কুমিল্লার চান্দিনা উপজেলায় গণপিটুনিতে ইউনুছ (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের মহিচাইল-গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত ডাকাত ইউনুছকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার মহিচাইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে মাধাইয়া-রহিমানগর সড়কে যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে ডাকাতির চেষ্টাকালে গাড়ির যাত্রী ও স্থানীয় লোকজন ধাওয়া করে ইউনুছকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসূল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ডাকাতি চেষ্টা ও হত্যাকা-ের ঘটনায় দু’টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...