মোঃ ইসমাইল হোসেন, মেঘনা প্রতিনিধি :–
কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে সাইদুর রহমান সেন্টুর বাড়ীতে হামলা ও লুটপাট করে। সন্ত্রাসী গফুরের নেতৃত্বে সন্ত্রাসী মামুন, জিলানী ইসলাম, খোকনসহ আরো কতিপয় সন্ত্রাসীরা হামলায় অংশ নেয়। গতকাল সকাল ৯টার দিকে সন্ত্রাসীরা বিদেশ ফেরত সাইদুর রহমান সেন্টুর নিকট মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় সন্ত্রাসীরা একত্রিত হয়ে গফুরের নেতৃত্বে সাইদুর রহমান সেন্টুর বাড়ী ঘরের কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় সেন্টু ও তাহার ভাই সালমান হোসেন, (২৩), মোঃ ইমরান (২৭) এবং বড় বোন জুলি আক্তার (৩০) গুরুতর রক্তাক্ত জখম হয়। তাহাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীর তুলাতুলি বাজার সহ কাচারীকান্দি গ্রামে সোহরাব মেম্বার এবং মোফাজ্জল বাড়ী লুটপাট শেষে চন্দনপুর গ্রামে মোঃ হবির বাড়ী ঘর লুটপাট করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এই ব্যাপারে সাইদুর রহমান সেন্টু বাদী হয়ে মেঘনা থানাতে মামলা রুজু করে। মামলা নং-০২ তারিখ ০৫ সেপ্টেম্বর ২০১৫ইং। মামলা তদন্তকারী অফিসার এস আই মোঃ ফরিদ আসামী গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহসীন খাঁনা জানান, অভিযোগে জানা যায় চাঁদার দাবিতে হামলা করা হয়েছে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান,ঘটনাটি পুলিশ তদন্ত করছে। বিস্তারিত তদন্তে জানা যাবে।
