আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:—
মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেনের নির্দেশক্রমে সদ্য যোগদানকৃত মনোহরগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিদর্শন করেছেন। সম্প্রতি তিনি বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। ঐ দিন তিনি দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষার বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি পুরো স্কুল ঘুরে ঘুরে দেখেন। পরে স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক নুরুজ্জামান ভূঁইয়া চেয়ারম্যান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী-দিলীপ কুমার শীল, মোঃ শাহ আলম ভূঁইয়া, মোঃ আবুল কালাম, মোঃ আহছান উল্লাহ, মীর হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, মাওঃ তাজুল ইসলাম, ছামিদুল ইসলাম, রোকসানা আক্তার, হাফসা আক্তার, আখতার হোসাইন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামানের ভালো ব্যবহার ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম চৌধুরী সহ সকল শিক্ষকবৃন্দ। সে সাথে আরো ধন্যবাদ জানিয়েছেন মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেনকে।
