নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসে উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে জন্মষ্টমী উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার উপজেলার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের এমপি ও ধর্মমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মকিমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ লনী চন্দ্র দেবনাথ, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা যুব সংহতির সভাপতি শেখ ফরিদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্ঠা রঞ্জিত কুমার ভৌমিক, কোষাধ্যক্ষ বীরন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র সাহা ও শংকর চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক কালা চাঁন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র কর্মকার, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত চন্দ্র দেবনাথসহ রতন চন্দ্র শীল, নেপাল চন্দ্র শীল, হরিপদ দেবনাথ, বাবুল চন্দ্র সরকার প্রমূখ। পাঠক হিসেবে উপস্থিত ছিলেন, সুকুমার গোস্বামী, দীপক চন্দ্র দেবনাথ, সুভাষ চন্দ্র মল্লিক। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি কড়িকান্দি বাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয় এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, নারায়ন আশ্চার্য্য, শ্রীবাস চন্দ্র দাস, প্রীতি রাণী সূত্রধর, উর্মি রাণী ভৌমিক, অংকিত সাহা, স্বরূপ কর্মকার প্রমূখ।
