আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ন্যায় হাসনাবাদ ইউনিয়নের ১৮টি গ্রামের ৯টি ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদ করণের ছবি তোলার কার্যক্রম শুক্রবার সকাল থেকে শুরু হয়ে বিকেলে সম্পন্ন হয়েছে। জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ ২০১৫, ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম ও ছবি তোলার কাজ সুষ্ঠুভাবে হাসনাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার নাজির হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মুনাফ, হাসনাবাদ ইউপি সদস্য রিপন বেগম, আবদুর রহিম, কবির হোসেন, মোস্তফা কামাল, আবদুস সোবহান, সিরাজুল ইসলাম, শাহ আলম সহ আরো অনেকে। ছবি তোলার কার্যক্রমে মনোহরগঞ্জ উপজেলায় টিম লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন মোঃ নুরুল ইসলাম রনি। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে উপস্থিত আছেন মোঃ বিল্লাল হোসেন, মোঃ জাহিদ হোসেন, মোঃ মাসুদুর রহমান, এ বিল্লাল হোসেন, মোঃ আলম, ডাটা এন্ট্রি হেলপার হিসেবে উপস্থিত আছেন আবদুর রহমান। অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ ভোটার তালিকা হালনাগাদ করণের ছবি তোলার কার্যক্রম চলছে। প্রথম ধাপে পুরো উপজেলায় ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
