মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
চৌদ্দগ্রামে রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নসিমন গাড়ির চালকের সহযোগী মোঃ জসিম (২৫) নামে একজন নিহত হয়েছে। এ সময় নসিমনের চালক মোঃ সাইফুল (১৭) মারাত্বক আহত হয়। নিহত মোঃ জসিম উদ্দিন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা (খিলপাড়া) গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় নসিমন গাড়িটি চালক ও সহযোগী সহ মহাসড়কের হাড়িসর্দার বাজার অংশের বীরচন্দ্রনগর মাদ্রাসার সামনে আসলে অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা আহত জসিমকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
