আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার সকালে নাসিরনগর উপজেলার গৌর মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালী বের হয়। উক্ত শোভাযাত্রা র্যালীর উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব। শোভাযাত্রা শেষে এক ধর্মীয় আলোচনা সভা গৌর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গৌর মন্দির কমিটির সভাপতি সুশেন দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,কাজল জ্যোতি দত্ত,হরিপদ পোদ্দার,সুজিত চক্রবর্তী ও রাধা গোবিন্দ সরকার প্রমুখ। সভায় বক্তাগণ ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব নিয়ে স্মৃতি চারণ করেন। তারা বলেন, এ পৃথিবী থেকে দুষ্টের দমন আর সাধুদের রক্ষার জন্যই শ্রী কৃষ্ণ এ দিনে পৃথিবীতে আর্বিভূত হন। শ্রী কৃষ্ণের জন্মের মহিমার স্মরণই জন্মাষ্টমী উদযাপনের মূল উদ্দেশ্যে। মানবপ্রেমের প্রতীক শ্রী কৃষ্ণের ভাব দ্বারা ও আদর্শ ছিল সমাজ থেকে খানাখানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালবাসা ও সম্পৃতির বন্ধন গড়ে তোলা। তিনি সর্বদা মানবতার মুক্তির পথ খুঁজেছেন।