দেবিদ্বারে দারিদ্র্য বিমোচন মহিলাদের মাঝে সেলাই প্রশিক্ষন কর্মসূচী ও গাছের চারা বিতরণ

মোঃ জামাল উদ্দিন দুলাল :–
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং দেশ ডেভলপমেন্ট এসোসিয়েটস’র উদ্যোগে শনিবার সকালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা কাঁচিশাইর সরকার বাড়ী প্রাঙ্গনে প্রাক-প্রাথমিক শিক্ষা ও দারিদ্র্য বিমোচন মহিলাদের কারিগরি প্রশিক্ষন কর্মসূচীর আওতাধীন সেলাই প্রশিক্ষন ও গাছের চারা বিতরণ করা হয়। কাচিশাইর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী,সচিব ও দেশ ডেভলপমেন্ট এসোসিয়েটস এর প্রধান উপদেষ্টা এ বি এম গোলাম মোস্তফা। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পরিবার পরিকল্পনা অধীদপ্তরের ডাইরেক্টর ও দেশ ডেভলপমেন্ট এসোসিয়েটস সভাপতি মোঃ বজলুর রহমান মোল্লা, ট্রেজারার মোঃ রফিকুল ইসলাম, দেশ ডেভলপমেন্ট এসোসিয়েটস সদস্য এডভোকেট এ কে এম ফারুক সহ আরো অনেকে প্রমূখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...